সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
শ্রীমঙ্গলে অবসরে যাওয়া ৩ পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪১ PM
শ্রীমঙ্গলে অবসরজনিত কারণে কনস্টেবল নুরুল ইসলাম ও কনস্টেবল কামরুজ্জামান কাজল এবং বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার বিকেলে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়। 

বিদায় সংবর্ধনায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এমদাদুল হক, এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু সুত্রধর সংবর্ধনাপ্রাপ্ত অনিল কান্তি চাকমা, নুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল প্রমুখ।
 
সভায় বক্তারা তাদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের মাঝে স্মারক উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়ি দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত