শ্রীমঙ্গলে অবসরজনিত কারণে কনস্টেবল নুরুল ইসলাম ও কনস্টেবল কামরুজ্জামান কাজল এবং বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বিকেলে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এমদাদুল হক, এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু সুত্রধর সংবর্ধনাপ্রাপ্ত অনিল কান্তি চাকমা, নুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল প্রমুখ।
সভায় বক্তারা তাদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের মাঝে স্মারক উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়ি দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়।