"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, প্রশিক্ষণ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আর এম শফিউল্লাহ ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আল মামুন খান ও আব্দুল হাই প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।