বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে। এর আগে সোমবার দলের চট্টগ্রাম মহানগর শাখা থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
নিজামের বিরুদ্ধে অভিযোগ, বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে রোববার রাতে একজনের কাছ থেকে তিনি চাঁদা দাবি করেন। ওই কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিসে বলা হয়, গণমাধ্যমে নিজামের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ ৪৮ ঘণ্টার মধ্যে দর্শাতে বলা হয়েছে। নিজাম উদ্দিনের বহিষ্কারাদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব থাকাবস্থায় চাঁদা দাবির অভিযোগে নিজামের পদ স্থগিত করা হয়েছিল। যদিও পরে তা ফিরিয়ে দেওয়া হয়।