রংপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় রিটা রহমানের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে দল মনোনীত প্রার্থী ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন রিটা রহমান। এ সময় মনোনীত প্রার্থী পরিবর্তনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীতে মনোনয়নবঞ্চিত রিটা রহমানের পক্ষে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর সিটি বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এই বিক্ষোভে জেলা ও মহানগরসহ সদর উপজেলা বিএনপির পরিচিত কিংবা পদধারী কাউকে দেখা যায়নি।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে নগরীর রাধাবল্লভের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রিটা রহমান বলেন, রংপুরে বিএনপির রাজনীতিতে সব সময় আমার অংশগ্রহণ ছিল। নেতাকর্মীদের যে কোনো আপদে বিপদে পাশে দাঁড়িয়েছি। বিএনপির জেলা ও বিভাগীয়সহ সব পর্যায়ের সমাবেশে আর্থিক ও নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। নির্বাচন এলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। রিটা রহমান ভোট করে আর রংপুরে থাকে না। বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হেনস্তার শিকার হয়ে ২০১৯ সালে দেশের বাইরে চলে যেতে বাধ্য হই।
রিটা রহমান বলেন, আমি দেশে এবং দেশের বাইরে বিএনপির হয়ে কাজ করছি। আমার বাবা বিএনপির আমলে সিনিয়র মন্ত্রী ছিলেন। বিএনপির প্রতি টান থেকেই বাংলাদেশ পিপলস পার্টি বিলুপ্ত করে দিয়ে আমি বিএনপিতে ফিরে এসেছি। আমি রংপুরের বাসিন্দা, রংপুরের মানুষ হিসেবে বিএনপির মনোনয়ন আমার হক। এর আগে দুইবার মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু সে সময় তো মানুষ ভোট দিতে পারেননি। এবারে প্রত্যাশা করছি ভালো ভোট হবে। মানুষ ভোট দিতে পারবে।
তিনি আরও বলেন, আমার থেকে যোগ্য কাউকে নমিনেশন দিলে আমি মেনে নিতাম। কিন্তু একজন চাঁদাবাজ, শহরের মানুষ যাকে চাঁদাবাজ হিসেবে চেনে। তাকে মনোনয়ন দিলে তো আমি মেনে নিতে পারি না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, মনোনয়নের ব্যাপারটা পুনরায় বিবেচনায় নিতে। কেননা এখনো সুযোগ রয়েছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা দলীয়ভাবে জানানো হয়েছে সম্ভাব্য তালিকা। এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে।