সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
বিরোধপূর্ণ জমি দখলচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:১৫ PM
বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় একটি দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি নিয়ে দখলের চেষ্টা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সরস্বতী দাস ও তার ছেলে অনুপ দাসের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কেশব দাস ও সরস্বতী দাস তাদের স্বামীসহ স্বেচ্ছায় ওই জমিটি বিক্রি করেন। বিক্রয়ের পর তারা স্বাক্ষরিতভাবে জমি হস্তান্তর করে অন্য এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বহু বছর পর হঠাৎ তারা দাবি করতে থাকেন যে, তারা নাকি জমি বিক্রি করেননি এবং সেখানে তাদের অংশীদারিত্ব এখনও রয়েছে।

বিষয়টি স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ আকারে গড়ায়। তদন্ত শেষে প্রশাসন জানায় বর্তমানে জমিটি মোস্তফা মুনশির দখলে রয়েছে। কিন্তু সরস্বতী দাস ও তার পরিবার প্রশাসনিক সিদ্ধান্ত অগ্রাহ্য করে বিভিন্ন মামলার মাধ্যমে হয়রানির পথ বেছে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে উক্ত জমিটি আদালতের অধীনে বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে। আইন অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সেখানে নির্মাণ বা দখল কার্যক্রম পরিচালনা করতে পারে না।

কিন্তু ২০২৪ সালের অক্টোবর মাসে সরস্বতী দাসের পক্ষ থেকে জোরপূর্বক টিনের ঘর নির্মাণের চেষ্টা চালানো হয়। বাধা দিতে গেলে তাদের অনুসারীরা হামলার হুমকি দেয় বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করা হয়েছে।

পরবর্তীতে, ২৬ অক্টোবর দুপুরে সরস্বতী দাস ও অনুপ দাস ওই স্থানে ধর্মীয় প্রতীক স্থাপন করেন এবং এর ভিডিও ধারণ করেন। স্থানীয়দের দাবি, এই কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল জমি দখলকে বৈধতার রূপ দেওয়া।

অনুসন্ধানে জানা গেছে, এলাকাটিতে আগে থেকেই একটি ঐতিহ্যবাহী কালীমন্দির রয়েছে, সেখানে নিয়মিত পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। নতুন করে বিরোধপূর্ণ স্থানে ধর্মীয় প্রতীক স্থাপনের বিষয়টি স্থানীয় হিন্দু সমাজের কেউই জানতেন না। তারা জানান, ঐ জায়গায় আগে কখনো কোনো মন্দির বা পূজার আয়োজন হয়নি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি বলেন, “এটি ধর্মীয় ইস্যু নয়, বরং ব্যক্তিগত স্বার্থে জমি দখলের একটি পরিকল্পিত প্রচেষ্টা।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোস্তফা মুনশি দীর্ঘদিন ধরে এলাকায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত।

তাদের মতে, এই ঘটনা ধর্মীয় বিভেদ নয়, বরং আইন অমান্য ও জমি দখলের পরিকল্পিত প্রয়াস, যা প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ দাবি করে।

স্থানীয়রা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হয় এবং মোস্তফা মুনশির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত