ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
বুধবার দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে তিনি মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড, বাটিকামারী, বনগ্রাম, মহারাজপুর, মুকসুদপুর সদর বাজার ও পুরাতন মুকসুদপুর হয়ে গেড়াখোলার পথ ধরে নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামে পৌঁছান।
এ সময় হাজারো নেতা-কর্মী ও স্থানীয় জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেলিমুজ্জামান সেলিম ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিমের মনোনয়ন পেয়ে গোপালগঞ্জ-১ আসনে দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং অন্যান্য সদস্যরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।