মহেশখালী থানার অভিযানে দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ও দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে মহেশখালী থানার একটি বিশেষ টিম বুধবার রাতে কক্সবাজার সদর মডেল থানার বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মো. মোজাম্মেল (সোহেল) ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা তেলিপাড়ার বাসিন্দা মো. নুরুছাফার পুত্র। তিনি জিআর-৬২২/১২ (চকরিয়া) মামলায় সাজাপ্রাপ্ত ও জিআর-১৬৯/১৪ (উখিয়া) মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ আসামীকে গ্রেপ্তার করার পেছনে অনেক সময় ব্যয় হয়েছে। আমার থানা টিম আজকে আসামিকে ধরতে সফল হয়েছে, আমার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।