গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ এনামুল হক মোল্লা (৪৮) সহ ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের (৪৬ ডিভ লোকেটিং) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এনামুল হক মোল্লার নিজ বাড়িতে প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান এবং একটি চাকু উদ্ধার করা হয়।
এনামুল হক মোল্লা উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত মাওলানা আব্দুল আহাদের সন্তান। তিনি বরমী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিগত দিনে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে নির্যাতিত হয়ে দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে ছিলেন। তিনি সৌদি আরবের মেসফালা নগরীর বিএনপি সভাপতি।বর্তমানে তিনি গাজীপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
এ সময় আরও ছয়জনকে আটক করা হয়। তারা হলেন- পাঠানটেক এলাকার আমিনুর রহমানের সন্তান শওকত মীর(৪৫), বরমী মধ্য পাড়া এলাকার সাইদুর রহমানের সন্তান জাহিদ (২৪),ভিটিপাড়া এলাকার আব্বাস আলীর সন্তান মোস্তফা কামাল (৪৮), বরকুল এলাকার আক্কাস আলীর সন্তান তোফাজ্জল হোসেন (৩৫), সাকুয়া এলাকার গিয়াস উদ্দিনের সন্তান সিদ্দিকুর রহমান (৪৫), গফরগাঁও উপজেলার করিহাটি এলাকার বালু ব্যবসায়ী মাহবুবুল আলম বুলবুল (৬০)। মাহবুবুল আলম বুলবুলের পরিবারের দাবি তিনি বালু ব্যবসার পাওনা টাকা নিতে এসে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।