ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও জনসংহতি দিবস উপলক্ষে কোনাবাড়ী থানা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিসিক ১ নং গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাজীপুর-১ আসনে বিএনপি থেকে যারা ইতিপূর্বে প্রার্থী হয়েছেন,তারা ধানের শীষ কে বিজয়ী করতে পারেন নাই ইনশাআল্লাহ দল যদি আমাকে নমিনেশন দেয়, আমার বিশ্বাস ধানের শীষকে বিজয়ী করে আনব।
অনুষ্ঠান শেষে বিসিক গেট থেকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে বিশাল এক র্যালি বের হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।