সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
পাবনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:১৬ PM
পাবনা নির্বাচনী ৫টি আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের সমন্বয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর (সোমবার) দুপুরে জেলা সদরের সরকারি এডওয়ার্ড কলেজের মাঠ চত্বর থেকে ৫টি আসনের বিএনপির ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত নেতারা যৌথভাবে এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

জেলা বিএনপির আহবায়ক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  

শোভাযাত্রায় জেলার প্রতিটি উপজেলা থেকে দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন প্লেকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। 

শোভাযাত্রাটি সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহর প্রর্দক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পূর্বে কলেজ চত্বরে খোলা মঞ্চে বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। 

এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে জেলার ৫ টি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরা এই আসন উপহার দিতে চাই। যারা ভোট বানচালের ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে। দেশের উন্নয়ন ও জনগনের ভাগ্যের পরিবর্তন করতে হলে দলের প্রধান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্রের জন্য রাষ্ট্র মেরামতের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করবে আমাদের। তাই প্রতিটি এলাকাতে সাধারন ভোটারদের কাছে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চাইতে হবে। সর্বপরি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচের জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আমাদের আসন্ন ভোটের জন্য  মিলবন্ধনের শোভাযাত্রা।  বিজয় আমাদের সুনিশ্চিত তাই ষড়যন্ত্রকারীরা ভোট বর্জন করার পক্রিয়া করবে। আমরা সেটি হতে দিবোনা। রাজপথে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি। 

শোভাযাত্রায়, জেলা বিএনপি,  কৃষকদল, যুবদল, ছাত্রদল, তাঁতিদল, মহিলাদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা রুপ নেয় বিশাল জনসভায়। প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত