সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
চকরিয়ার এপেক্স ক্লাব নির্বাচনে, সভাপতি আলম ও সাংবাদিক মনজুর সেক্রেটারি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ AM আপডেট: ০৮.১১.২০২৫ ১১:০৪ AM
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মোঃ নুরুল আলম ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মনজুর আলম। 

 শুক্রবার দুপুরে ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট নারী উদ্যোক্তা এপেক্সিয়ান শারমিন জান্নাত ফেন্সি'র সভাপতিত্বে চকরিয়া CHDUS এনজিও কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ৪র্থ এজিএম এ আগামী ২০২৬ বর্ষের ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবের বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এপেক্সিয়ান নুরুল আলম এবং সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হয়েছেন ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এপেক্সিয়ান সাংবাদিক মনজুর আলম। এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ডাঃ ওম প্রকাশ দাশ, ভাইস প্রেসিডেন্ট এপে. রাজিফুল মোস্তফা চৌধুরী, ট্রেজারার এপে. এডভোকেট সালাহউদ্দিন কাদের, সার্ভিস ডিরেক্টর দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. শামিমা ফেরদাউসী, এটেন্ডেন্স ডিরেক্টর এপে. সেলিম রেজা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. সাংবাদিক জুলফিকার আলি ভুট্টাে ও এপে. খাদিজা ইসলাম লোপা সার্জেন্ট এট আর্মস নির্বাচিত হয়েছেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান সরওয়ার উজ্জামান চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৩ এর অতীত গভর্ণর ও সাবেক জাতীয় সচিব এপেক্সিয়ান এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম। ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর অতীত প্রেসিডেন্ট ও ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোহাম্মদ ওমর ফারুক। এজিএম স্কুলিং সেশন পরিচালনা করেন এপেক্স ক্লাব অব কক্সবাজার এর সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান নোমান আব্বাসী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এম এইচ ইয়াছির আরাফাত চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাংবাদিক এপেক্সিয়ান মনছুর আলম রানা ও সাংবাদিক এপেক্সিয়ান আবদুল করিম বিটু। ২০২৬ বর্ষের ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মোঃ নুরুল আলম ও সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে সাংবাদিক এপেক্সিয়ান মনজুর আলম  সহ ১১ সদস্যের বোর্ড নির্বাচিত হন।

অনুষ্ঠানে ২০২৫ বর্ষে সেরা এপেক্সিয়ান হিসেবে সম্মাননা পেয়েছেন এপেক্সিয়ান এডভোকেট সালাহউদ্দিন কাদের, এপেক্সিয়ান সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, এপেক্সিয়ান শারমিন জান্নাত ফেন্সি ও এপেক্সিয়ান ডাঃ ওম প্রকাশ দাশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত