সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
আমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে সেবক হিসেবে কাজ করতে চাই
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ PM
গোপালগঞ্জে-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে এলাকার যেসব উন্নয়ন ঘটে, তেমনেভাবে এলাকার সকল ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জাতি জানতে পারেন। তিনি বলেন, আপনারা সবসময় সত্য ঘটনাগুলো তুলে ধরবেন। বিগত দিনে আপনাদের পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব। তিনি আরো বলেন, আমি নেতা হতে চাই না, আমি এলাকার মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।

সেলিমুজ্জামান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ দল আমাকে গোপালগঞ্জ-১ আসমে এবার মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে বিজয়ে লক্ষে তিনি মুকসুদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

শনিবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাডাংগা গ্রামে তার নিজ বাড়ীতে গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামসুল আরেফিন মুক্তা, হোসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো:  মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধক্ষ্য মোঃ রাজু মিয়া ও সদস্য নূর আলম শেক প্রমূখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত