শাহবাগ অভিমুখে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।
পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম বলেন, “আমরা ৩ দফা দাবিতে শাহবাগে 'কলম বিসর্জন কর্মসূচি' করতে যাচ্ছিলাম। পুলিশ বিনা উসকানি আমাদের ওপর 'টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।”
তিনি বলেন, আমরা আজ কলম বিসর্জন দিয়েছি। মাননীয় প্রধান এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের নিবেদন, আমাদের দাবিগুলো পূরণ করুন। আমরা বিদ্যালয়ে ফিরে গিয়ে কোমলমতি বাচ্চাদের পাঠদান করি।
শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।