ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্য আরোহী আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক বাস নিয়ে চালক পালিয়ে যায়।
শনিবার (৮ নভেম্বর) সকালে ভুল্লী মনসুর আলী পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম চান মিঞা (৪৮)। তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মোঃ সোহেল।
নিহতের ছেলে হাবিবুর রহমান জানান, তার বাবা ও চাচা সোহেল মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চান মিয়া ছিটকে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন সোহেল।
স্থানীয়দের দ্রুত ধাওয়া সত্ত্বেও ঘাতক বাসের চালক দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত সোহেলকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চান মিয়াকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহত চান মিয়ার ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা বাসের চালকের বিরুদ্ধে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।