সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে দেশ হবে জনতার: নুর
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:১৫ PM
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের দল গণঅধিকার পরিষদের অঙ্গিকার, রাষ্ট্র হবে জনতার, নাগরিক পাবে অধিকার।

তিনি আরো বলেন, ফেসিবাদমুক্ত বাংলাদেশে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে যদি আগামী ৫ বছর রাষ্ট্র সংস্কার বাস্তবায়নসহ দেশ পরিচালনা করেন, তাহলে এদেশ হবে জনতার দেশ। বেতন-ভাতা গ্রহণকারী কেউ যেন কারো জন্য অপেক্ষা না করতে হয়, তারা যেন দলমতের উদ্ধে জনগনের নিকট দায়বদ্ধ থাকে। স্বাধীনভাবেদায়িত্ব পালন করতে পারে, তাহলে এ রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র আর এই রাষ্ট্র বিনির্মানের জন্য গণঅধিকার পরিষদ অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি শনিবার বিকালে দিনাজপুর-৫ আসনের নির্বাচনী এলাকা ফুলবাড়ী উপজেলার পৌর শহরের বটতলি মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এ সময় তিনি দিনাজপুর-৫ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সম্বনয়ক শাহাজার চৌধুরীকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।

পথসভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি শফিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের দিনাজপুর জেলার আহবায়ক শুভন, ফুলবাড়ী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মেহেদি হাসানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দগণ।

ভিপি নুরুল হক নুর আরো বলেন, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্টার জন্য দির্ঘদিন থেকে ছাত্র তরুনরা আন্দোলন করে যাচ্ছে। তরুণরা ফেসিবাদের পতন ঘটিয়েছে। গত জুলাই বিপ্লব আন্দোলনে যেভাবে ছাত্র-তরুনদের পাশে সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছে, আগামীতেও একত্রিত ভাবে নতুন বাংলাদেশ বিনির্মানে সকলকে একত্রিত থাকার আহবান জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত