নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার বেলা আড়াইটায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি টুর্নামেন্ট উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, পৌর বিএনপির সহ-সভাপতি কামরুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, ম্যাচ পরিচালনা কমিটির কমিশনার শাহানুল কবীর মুন্না প্রমুখ।
উদ্বোধনী ম্যাচ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা একাদশ বনাম পূর্বধলা উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারি কমিশনারসহ (ভুমি) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।