নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, সিভিল সার্জন ডা. গোলাম মাওলা, সদর আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী প্রমুখ।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।