গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হৃদয় খাঁ (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার দুপুর ১টার দিকে র্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-১০, সিপিসি সদর, কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হৃদয় খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার পারচন্দ্র দিঘলিয়া গ্রামের এয়াকুব খাঁর পুত্র।
র্যাব জানায়, তিনি গোপালগঞ্জ সদর থানার আলোচিত ধর্ষণ মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।