বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাবিপ্রবি: আবেদন শুরু ১৬ নভেম্বর
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:০৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে, তবে ২০২২ সালের পূর্বে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবে না। ‘O’ ইউনিটে আবেদনকারীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম GPA ৩.৫ এবং মোট GPA ৭.৫০ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম গ্রেড ৪ থাকতে হবে। ‘C’ ও ‘D’ ইউনিটে পৃথকভাবে GPA ৩.০ এবং মোট GPA ৬.০ থাকতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে।  

এবারের ভর্তি পরীক্ষায় এগ্রিকালচার ৩৭৫ আসন, ফিসারিজ ও ভেটেরিনারি অনুষদে ৮০ করে আসন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ করে আসন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ করে এবং আর্কিটেকচারে ৩০ আসন রয়েছে। বিজ্ঞান অনুষদে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে ৭৫ করে এবং গণিত ও পরিসংখ্যান বিভাগে ৮০ করে আসন রয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ও মার্কেটিং সহ মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে ইংরেজি, অনীতি,ও বিভাগে ৭০ করে আসন, সমাজবিজ্ঞান বিভাগে ৬০ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪০ আসন রয়েছে। সর্বমোট আসন সংখ্যা ১,৭৯৫।  

সংরক্ষিত আসনের মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১%, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১%, বিকেএসপি শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন রাখা হয়েছে। আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে এবং শেষ হবে ১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি প্রতি ইউনিটে ১,০০০ টাকা এবং আর্কিটেকচার বিভাগে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে, যা মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে।  

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রশ্নপত্র বাংলায় প্রণীত হবে, তবে ইংরেজি মাধ্যমেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষা বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে হবে এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। আর্কিটেকচার বিভাগে অতিরিক্ত ৫০ নম্বরের ড্রইং পরীক্ষা থাকবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর অর্জন করতে হবে। প্রবেশপত্র পরীক্ষা শুরুর ৫ দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মোবাইল ফোন ব্যবহার করে জানা যাবে। তবে বর্তমানে আবাসিক হলসমূহে আসন খালি না থাকায় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের আপাতত আবাসন সুবিধা দেওয়া হবে না।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত