নেত্রকোনার কেন্দুয়ায় মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে । উক্ত অভিযানে একজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লি গ্রামের মরা বিল এলাকায় এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী ।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ৫ ধারার আওতায় অভিযুক্ত এক ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাছাড়া জব্দকৃত প্রায় ২৫ শত মিটার (আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা) অবৈধ চায়না দুয়ারি জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তারের জিম্মায় প্রদান করলে তাৎক্ষণিকভাবে তা আগুনে পুড়ে ফেলা হলো।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার দন্ডনীয় অপরাধ। এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: খাদিজা আক্তার, কেন্দুয়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ।