যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা নামকস্থানে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি বাঐখোলা নামকস্থানে পৌঁছলে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির ভেতরের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে।
এদিকে পুলিশ বলছে, কারা ও কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে।
উল্লেখ্য, সম্প্রতি মহাসড়কগুলোতে যানবাহনে অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা ঘটেছে- যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।