বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
মান্দায় জামায়াতের যুব বিভাগের অবস্থান কর্মসূচি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:১১ PM

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফেরিঘাট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক। 

তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপশক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, মানুষের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আজ অবস্থান নিয়েছি। দুর্বৃত্তরা যাতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শামসুল আলম, মান্দা ইউনিয়ন সভাপতি ওয়াহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মতিউর রহমান, ভারশোঁ ইউনিয়ন সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন যুব সভাপতি আক্তার হোসেন, আব্দুল জলিল মেম্বার, যুব নেতা মিসবাহ, উপজেলা শিবির সভাপতি রোমান ইসলাম, মাহমুদুল হাসান, শিবির নেতা জাহিদ ও ফাহিম ইসলাম, মাওলানা সামিউল ইসলাম, মাওলানা আবুল হোসেন এবং জামায়াত নেতা মুকবুল হোসেন প্রমুখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত