রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
বাজিতপুরে হিলচিয়া-আয়নারকান্দি সড়কের বেহাল দশা
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ PM

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজার থেকে আয়নারকান্দি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের অসংখ্য খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও কর্দমাক্ত পথ প্রতিদিনই এলাকাবাসীকে নাজেহাল করছে। যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। 

রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত, ভাঙা পাথর ও মাটির স্তূপে পানি জমে কাদা হয়ে আছে। অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত রিকশা এবং মোটরসাইকেল চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, রাতে বা বর্ষাকালে এই রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে সড়কটির সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাস পেরিয়ে গেলেও এখনো সড়কটির উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ সবাইকে চরম ভোগান্তির শিকার হতে হয়। পাঁচ বছর ধরে শুধু আশ্বাস শুনেছি, কিন্তু সংস্কারের কাজ শুরু হয়নি। দ্রুত কাজ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন বলেন, আমরা সড়কটির জরাজীর্ণ অবস্থা সম্পর্কে অবগত। ইতোমধ্যে সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া মাত্র আয়নারকান্দি–বালিগাঁও সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।

এলাকাবাসী বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনা, ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির মুখে এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত