শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) ও বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)। এর মধ্যে নুরুজ্জামান শেরপুর ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড সহকারি হিসেবে কর্মরত।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধনাকুশা পুরাতন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নালিতাবাড়ী দিক থেকে নকলার দিকে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং তাদেরকে আটক করা হয়। রবিবার (১৬ নভেম্বর) মোটরসাইকেলের চালক ও আরোহীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।