শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
বিজিএমইএ সভাপতির সঙ্গে হোহেনস্টাইন গ্রুপের প্রতিনিধিদলের বৈঠক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:০০ PM

টেস্টিং, সার্টিফিকেশন, গবেষণা ও উন্নয়নে বিশেষায়িত আন্তর্জাতিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, জার্মানির হোহেনস্টাইন গ্রুপের একটি প্রতিনিধিদল গত ১১ নভেম্বর ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে সাক্ষাৎ করেন।

হোহেনস্টাইন প্রতিনিধিদলে ছিলেন ড. স্টেফান ড্রোস্টে, ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও; জুলিয়া মিচিলস, অ্যাডভাইজরি বোর্ডের সদস্য; এবং ড. মো. কামরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, হোহেনস্টাইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড।

বৈঠকে মূলত বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে পরিবেশগত সাসটেইনেবিলিটি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

হোহেনস্টাইন প্রতিনিধিরা তাদের সংস্থার দক্ষতা ও কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন, যার মধ্যে ফাংশনালিটি ও টেকনিক্যাল টেক্সটাইলস এর উপর সমৃদ্ধশালী গবেষণা, সেইসাথে টেস্টিং ও সার্টিফিকেশন পরিষেবা অন্তর্ভুক্ত ছিল।

হোহেনস্টাইন ‘মেইড ইন গ্রিন’ উদ্যোগে বিজিএমইএ এর সাথে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। এটি টেকসইভাবে উৎপাদিত টেক্সটাইল পণ্যের জন্য একটি ট্রেসেবল লেবেল, যা STeP (সাসটেইনেবল টেক্সটাইল প্রোডাকশন) সার্টিফিকেশনের ভিত্তিতে প্রদান করা হয়। এই লেবেলটি পণ্যটি মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, এবং সামাজিকভাবে দায়িত্বশীল বলে নির্দেশ করে।

এছাড়াও বৈঠকে পোশাকের মূল্য চেইনে বৃহত্তর ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) তৈরির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি সমগ্র পোশাক শিল্পে সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্সের জন্য একটি 'ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট (সমন্বিত আচরণবিধি) প্রনয়নের ওপর জোর দিয়েছেন, যা সরবরাহকারীদের ওপর বিভিন্ন পক্ষের দিক থেকে আসা অডিট পুনরাবৃত্তি (বারবার নিরীক্ষার সম্মুখীন হওয়া) উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সাহায্য করবে।

তিনি ফাইবারের উৎস সঠিকভাবে নির্ধারণের জন্য ফেব্রিক্স এর ডিএনএ টেস্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং হোহেনস্টাইন বাংলাদেশে এই পরিষেবা দিতে পারে কিনা, সে বিষয়ে জানতে চান।

বিজিএমইএ সভাপতি হোহেনস্টাইনকে বিশেষত বিজিএমইএ সদস্য কারখানাগুলোর জন্য STeP সার্টিফিকেশনের খরচ কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন, যাতে করে টেকসই সার্টিফিকেশন আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত