শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
মান্দায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ PM

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সতিহাট থেকে সহস্রাধিক মোটরসাইকেলে শোডাউন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা এবং সঞ্চালনা করেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। 

তিনি বলেন, “৩১ দফার রূপরেখা বাস্তবায়নই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের পথ খুলে দেবে। সুতরাং ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মাওলানা কাজী মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল এ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমূখ।

এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পলাশ কুমারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, সংগঠনিক সম্পাদক সোহেল রানা, ভালাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মান্দা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত