শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
মোশাররফ হোসেনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ PM

চাঁদপুর–১ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে কচুয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোশাররফ হোসেনকে বিএনবির প্রার্থী হিসেবে বিবেচনা করেতে আনুষ্ঠানিক করার দাবি জানানো হবে। কচুয়া উপজেলা ও পৌরসভা বিএনপির জেলা অনুমোদিত নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।।

সংবাদ সম্মেলনে তৃণমূলের জোরালো দাবির ভিত্তিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিক নেতা মোহাম্মদ মোশাররফ হোসেনকে পুনরায় বিবেচনার বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হবে। নেতৃবৃন্দের অভিযোগ, ঘোষিত প্রার্থী আ. ন. ম. এহসানুল হক মিলন আন্দোলন–সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ে সাংগঠনিকভাবে অনুপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগ তৃণমূলে ক্ষোভের সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, মিলনের সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর কচুয়ায় তার সমর্থকদের দ্বারা হামলা ভাঙচুরের অভিযোগ, স্থানীয় নেতৃত্বের সঙ্গে অসহযোগিতা এবং দলে বিভাজন সৃষ্টি— এসব বিষয়ও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

এছাড়া চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে চাঁদপুর–১ আসনে মোহাম্মদ মোশাররফ হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত