শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সমাবেশ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:০৪ PM

নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-৩ জলঢাকা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জলঢাকা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হোসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত