বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার কার্যক্রম অব্যাহত রেখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আমাকে যদি দল মনোনীত করেন জনগণ যদি আমাকে ভালোবাসা ও আস্থায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এলাকার সার্বিক উন্নয়ন আমার প্রধান লক্ষ্য হবে। জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারী উন্নয়ন, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত, সবার জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং গফরগাঁওবাসীর শাসক নয় সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।
শুক্রবার বিকালে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সাহেব আলী একাডেমী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোঃ ইসমতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উজ্জল আহাম্মদ পাপ্পু, মনিরুজ্জামান,কামরুজ্জামান চঞ্চল প্রমুখ ।