চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।
শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা ও ছেঙ্গারচর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ১২টি স্থানে গণসংযোগ ও মতবিনিময়ের সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণসংযোগে ব্যাপক জনসমাগম দেখা যায়।
তার বক্তব্যে তানভীর হুদা সাম্প্রতিক মশাল মিছিল ইস্যুতে ভুল ব্যাখ্যা না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মশাল হচ্ছে প্রতিবাদের প্রতীক। কেউ আগুন লাগাতে বা সহিংসতা করতে যায়নি। প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, যাতে জনগণ পছন্দ করে এবং আমাদের প্রতি আস্থা রাখে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো উসকানিমূলক কাজ করা যাবে না। মানুষের অসুবিধা হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে। জনসাধারণই হচ্ছে আমাদের শক্তি।
বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ভুল ধারণা তৈরির সমালোচনা করে তানভীর হুদা বলেন, আপনারা মিছিলে বলেন ‘অবৈধ মনোনয়ন’ এটা ভুল। সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা মানেই বৈধ ঘোষণা। এটাকে অবৈধ বলা ভুল ব্যাখ্যা।
তিনি আরও যোগ করেন, মনোনয়ন যদি আপনাদের পছন্দ না হয়, দলের ভেতরে সেটি জানানোর পথ রয়েছে। রাজপথের ত্যাগ, সংগ্রাম ও জনগণের সমর্থনই চূড়ান্ত মনোনয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তানভীর হুদা বলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন, সংগ্রামে ছিলাম তাদের দায়িত্ব হলো চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত দলের প্রতি আস্থা রেখে জনগণের সমর্থন প্রমাণ করে যাওয়া। জনগণকে বিশ্বাস করাতে হবে আমরা ধানের শীষের পক্ষে, তারেক রহমানের নেতৃত্বের পক্ষে।
গণসংযোগটি মরাধন থেকে শুরু হয়ে ঘনিয়ারপার, ছেঙ্গারচর বাজার, পাঁচানি চৌরাস্তা, মোহনপুর, এখলাসপুর, আনন্দ বাজার, জনতা বাজারসহ মোট ১২টি স্থানে তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতিটি এলাকাতেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, তানভীর হুদা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য ও কর্মী-বান্ধব নেতা। তার নেতৃত্বে চাঁদপুর-২ আসনে বিএনপির সংগঠিত উপস্থিতি আরও সুদৃঢ় হয়েছে।
এসময় মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজীসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে তানভীর হুদা সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ, শৃঙ্খলা ও ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাব।