চায়ের রাজধানী ও দেশের অন্যতম প্রধান পর্যটন শহর শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন প্রমুখ।
অতিথিরা বলেন, সঠিক তথ্যভিত্তিক প্রতিবেদন, মানসম্মত ফিচার ও ইতিবাচক গল্প তুলে ধরার মাধ্যমে পর্যটন সাংবাদিকরা দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পারেন। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।