শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের নায্য দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের সাথে মতবিনিময় করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।
আজ শনিববার দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ।