
সংগৃহীত ছবি
আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেন আসার অপেক্ষায় থাকার পর ট্রেন আসা মাত্র রেল লাইনের উপর ঝাপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২ টার সময় ঈশ্বরদী রেলওয়ে গেটে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী জাহাঙ্গীর সরদার (২৭) উপজেলার পৌর শহরের পোস্ট অফিস মোড়স্থ মৃত ঈমান আলী সরদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গোবরা এবং রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঐ সময়ে রেলওয়ে গেট এলাকায় পৌঁছালে দৌঁড়ে এসে ট্রেনের সামনে ঝাঁপ দেয় ঐ যুবক। এতে তৎক্ষনাত তার দেহটি দ্বিখন্ডিত হয়ে যায় ।
খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী জি আর পি থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহেটির সুরতহাল সম্পন্ন করেছে। আইনানুগ সকল কার্যক্রম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।