শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
হাবিপ্রবি ২য় সমাবর্তনে রাষ্ট্রপতির বাণী ছাড়াই স্যুভেনিয়র প্রকাশ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৪৬ PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে প্রকাশিত বিশেষ স্যুভেনিয়রে নেই রাষ্ট্রপতির বাণী। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে বিস্ময় ও আলোচনার সৃষ্টি হয়েছে। 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য ও প্রথম কর্মকর্তা। প্রচলিত নিয়মে সমাবর্তন স্যুভেনিয়রে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা বা বাণী প্রকাশিত হয়। কিন্তু এবার সেই অংশ বাদ পড়ায় অনেকে এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। 

প্রচার ও প্রকাশনা উপকমিটি সূত্রে জানা যায়, একাধিকবার মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কার্যলয়ে যোগাযোগ করা হলেও বাণী সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রপতির বাণী ছাড়াই স্যুভেনিয়র প্রকাশ করতে হয়েছে। 

অংশগ্রহণকারীরা মনে করছেন, সমাবর্তন শুধু ডিগ্রি প্রদান নয়, এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও জাতীয় গুরুত্বের প্রতীক। তাই রাষ্ট্রপতির বাণী অনুপস্থিত থাকা বিষয়টি ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত