সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অগ্রাধিকার। নির্বাচনে জিএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নব নিযুক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
তিনি রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের পূর্বে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সর্ব্বোত ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনকালে নগরবাসী যাতে নিরপেক্ষভাবে নিজের ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হবে। নির্বাচনকালে বা নির্বাচন পরবর্তী যে কোন সহিংসতা শক্ত হাতে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক শৃঙ্খরা ফিরিয়ে আনা, সামাজিক অস্থিরতা, মব কালচার হ্রাসে সম্ভব্য সকল ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরো বলেন, পুলিশিং কাজে জনসম্পৃক্ততার কোন বিকল্প নেই। জনগনের সহযোগিতা ছাড়া আধুনিককালের পুলিশ প্রায় অচল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে পুলিশিং কাজে আরো বেশি সম্পৃক্ত করতে পদক্ষেপ গ্রহণ করবে।
কমিশনার বলেন, জিডি, পুলিশ ভ্যারিফিকেশন ইত্যাদি সার্ভিসের জন্য মানুষ আসেন। এগুলো আরো সহজ কিভাবে করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। ইতোমধ্যে জিডি গ্রহণ অনলাইনে করা হয়েছে।
মহানগরের যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ শামসুল হক রিপন, একুশে টিভির গাজীপুর প্রতিনিধি অপুর্ব রায়, প্রমুখ।
এসময় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার মো. মহিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার এসএম আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।