মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ করেছে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী।
শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ওই তিন মনোনয়ন প্রত্যাশি নেতার অনুসারী হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে সমাবেশে জরো হতে থাকে। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ: কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতিন প্রমুখ।
সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতৃস্থানীয়দের অনুরোধে পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয় তারা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন,দলের দুসময়ে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন এমন নেতারা মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ কারণে ওই মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নের বিষয়ে পুনরায় বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশি মীর সরফত আলী সপু ও মমিন আলী।