সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
গাজীপুরে দিনব্যাপী বিএনপির গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির  রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে 'গ্রাম্য বৈঠক' অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ওই বৈঠকের আয়োজন করেন। সকালে পিরুজালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে প্রতিটা ওয়ার্ডেই ওই গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়। 

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, বদিউল আলম বাদল, আহ্বায়ক সদস্য ছামাদ সিকদার, ডি এম আজহারুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাজিম বেপারী, মাসুদুল কবির মোনায়েম, মির্জাপুর বিএনপির রমজান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রফিকুল ইসলাম বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে দেশে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, কোন প্রলোবনে আপনারা সাড়া দিবেন না। আশা করছি ধানের শীষ বিজয়ী হবে এবং গাজীপুর-৩ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে  ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে গাজীপুর-৩ আসনটি হবে উন্নয়নের রোল মডেল। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত