রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
বিএনপি সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে: কাজী আলাউদ্দীন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:০০ PM

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সনাতনীরা নিরাপদ থাকে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে উন্নয়ন-উৎপাদন হয়। পাঁচ আগস্টের পর অনেক সনাতনী ভাই-বোনেরা ভেবেছিল তারা নিরাপদ থাকবে না। কিন্তু আপনারা দেখেছেন বিএনপি সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে, মন্দির পাহারা দিয়েছে। স্বাধীনতারবিরোধী শক্তি জামায়াত আপনাদের ভয়ভীতি দেখাচ্ছে তাদের ভোট দেওয়ার জন্য। আপনারা কোনো ভয় পাবেন না। একজন মায়ের কাছে তার বাচ্চা যতটা নিরাপদ, বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ততটা নিরাপদে থাকবেন। আমি কথা দিচ্ছি আপনাদের উপাসনালয়ে ধর্মীয় অনুদানসহ মন্দির উন্নয়নকল্পে কাজ করব।

এসময় তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে প্রথমেই বাঁশদাহ মানুষের জন্য কাকশিয়ালী নদী খনন করব। বিষ্ণুপুর থেকে উজিরপুর যাওয়ার জন্য কাকশিয়ালী নদীর উপরে ব্রিজ নির্মাণ কর। সুপেয় পানির জন্য পানির প্লান্ট তৈরি করব। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কাঁচা ও ইটের রাস্তা থাকবে না, সবকটি পিচের রাস্তা করে দেব। সাইক্লোন শেল্টার নির্মাণ করব এবং এখানকার মানুষের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব।

আজ রোববার (২৩ নভেম্বর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বাঁশদাহ ফুটবল মাঠে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

প্রাক্তন প্রধান শিক্ষক অজয় সরকারের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাপ্পী), দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, হাফিজুর রহমান হুকুম প্রমুখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত