বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ভিসা জটিলতায় আমিরাতে ১৫ লাখ বাংলাদেশি চিকিৎসা সেবায় বঞ্চিত
নওশের আলম সুমন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:০৬ PM

সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা সেবা দেওয়ার লাইসেন্স অর্জন করেও ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারছেন না শতাধিক বাংলাদেশি চিকিৎসক। ফলে দেশটিতে চিকিৎসা প্রদানকারী বাংলাদেশি পেশাজীবীর সংখ্যা দ্রুত কমে আসছে। 

অন্যদিকে ভারত, পাকিস্তান ও মিশরের চিকিৎসকদের আধিপত্য আরও বিস্তৃত হচ্ছে। আবুধাবির বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি সেমিনারে উঠে আসে এসব তথ্য।

সেমিনারের তথ্য অনুযায়ী, বর্তমানে আমিরাতে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র ২৬৩ জন যা ১৫ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর তুলনায় অত্যন্ত কম। একই সঙ্গে বাংলাদেশি ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যা তুলনামূলকভাবে আরও কম হওয়ায় স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশি উপস্থিতি দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে।

অনেকেই DHA (Dubai Health Authority), HAAD বা DOH (Department of Health–Abu Dhabi) এবং MOH (UAE Ministry of Health)–এর লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলেও কাজ শুরু করতে পারছেন না ভিসা সমস্যার কারণে।

ডা. মুস্তাফিজুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ, এনএমসি হাসপাতাল বলেন, লাইসেন্স পাওয়ার পরও ভিসা ইস্যু না হওয়ায় অনেক যোগ্য চিকিৎসক আসতেই পারছেন না। এতে আমিরাতের চিকিৎসা খাতে আমাদের উপস্থিতি কমছে।

এনএমসি হাসপাতালের কনসালটেন্ট ডা. রিফাত বলেন, ভিসার কঠোরতা, পেশাগত সীমাবদ্ধতা এবং পরিবার রেখে বিদেশে থাকা এই তিন চাপ মিলে চিকিৎসকদের জন্য এখানে ক্যারিয়ার গড়া কঠিন হয়ে যাচ্ছে। 

সেমিনারে বক্তারা জানান, আমিরাতে ৮০% চিকিৎসা খাত নিয়ন্ত্রণ করছে ভারতীয় চিকিৎসকরা, বাকি অংশে পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপাইনসহ অন্যান্য দেশের আধিপত্য।

বাংলাদেশিদের সংখ্যা অল্প হওয়ায় প্রবাসীরা নিজ ভাষায় চিকিৎসা পরামর্শ পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

আমিরাতে বসবাসরত ১৫ লাখ বাংলাদেশির একটি বড় অংশ নিম্ন ও মধ্য-আয়ের শ্রমিক। ভাষাগত সমস্যার কারণে তারা ভারতীয় বা আরব চিকিৎসকদের সঙ্গে যোগাযোগে অনেক সময় অসুবিধায় পড়েন।
ফলে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় রোগীরা আস্থা ও সুবিধা দুটোই হারাচ্ছেন।

এই পরিস্থিতিতে প্রবাসীদের জন্য স্বল্প খরচে চিকিৎসা পরামর্শ দেওয়ার লক্ষ্যে কয়েকজন বাংলাদেশি বিনিয়োগকারী ২৪ ঘণ্টার অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম চালু করার উদ্যোগ নিয়েছেন।

এশিয়ান হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী বলেন, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে প্রবাসীরা খুব সামান্য খরচে বাংলাদেশি চিকিৎসকের পরামর্শ পাবেন।

দুবাই কনসুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ভিসা ইস্যুর প্রক্রিয়া সহজ করতে আমরা আমিরাত সরকারের সঙ্গে বৈঠক করছি। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করি।

আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশিদের সুযোগ বাড়াতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। লাইসেন্সধারী ডাক্তারদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মত, ভিসা ও পারমিট প্রক্রিয়া সহজ করা, লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহ দেওয়া, বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, সরকার ও প্রবাসী মিশনের আরও সক্রিয় ভূমিকা রাখা এসব পদক্ষেপ নিলে দ্রুত পরিস্থিতির উন্নতি সম্ভব।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত