শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ দুজন গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ PM

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বিমানবন্দর সড়কের রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন ও এএসআই আলী মিয়াকে নিয়ে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঐদিন সন্ধ্যায় বিমানবন্দর সড়কের বাবুল স্টোরের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর হারাপাড়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), ও একই জেলার সদরের আলহেরা পাড়া হামতা গ্রামের কাউসার আলীর ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন (৩৯)।

এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত