শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবিতে ডি-নথি বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ PM

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুদিনব্যাপী ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন’ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

প্রশিক্ষণ কর্মশালায় ডি-নথি বিষয়ে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিউল আজম। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

আলোচকরা বলেন, ‘ডি-নথির মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে অতিদ্রুত করা সম্ভব। এর ফলে অল্প সময়ে অধিক পরিমাণে কাজ করা যাবে এবং কাজের গতি বাড়বে বহুগুণে। ফাইলের গোপনীয়তা রক্ষা করা যাবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় ডি-নথি ব্যবহার করছে এবং আরও ৮টি বিশ্ববিদ্যালয় দ্রুতই ডি-নথি ব্যবহারের আওতায় আসবে।’

প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ৯টায় শুরু হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত