পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুদিনব্যাপী ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন’ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম ও উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
প্রশিক্ষণ কর্মশালায় ডি-নথি বিষয়ে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিউল আজম। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।
আলোচকরা বলেন, ‘ডি-নথির মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে অতিদ্রুত করা সম্ভব। এর ফলে অল্প সময়ে অধিক পরিমাণে কাজ করা যাবে এবং কাজের গতি বাড়বে বহুগুণে। ফাইলের গোপনীয়তা রক্ষা করা যাবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় ডি-নথি ব্যবহার করছে এবং আরও ৮টি বিশ্ববিদ্যালয় দ্রুতই ডি-নথি ব্যবহারের আওতায় আসবে।’
প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ৯টায় শুরু হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।