নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটক রেখে গণ ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তরুণী বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত করা হয় ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জলকে (৪৮)।
পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, গত মঙ্গলবার বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গেস্ট হাউসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজের নিচে ডালিমের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। পরে ১ ডিসেম্বর চাকরি দেওয়ার প্রলোভনে তাকে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। পরদিন সকালে ভুক্তভোগী তরুণী ঐ স্থানে পৌঁছালে ডালিম তাকে গেস্ট হাউসে আটক রাখে এবং তার সঙ্গে আরও দুইজনকে নিয়ে ঐ তরুণীকে ধর্ষণ করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গণ ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টার অভিযান অব্যাহত রয়েছে।