শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
যশোর ডিবির অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মামুন ওরফে ইন্দুর মামুন গ্রেফতার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ PM

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন (৩০)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুজুলপুর গ্রাম এলাকায় এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এস আই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে অভিযান একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার সুজুলপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়।

মামুন একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র,মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা। তিনি আরো জানান, গ্রেফতারের পর তাকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত জালাল উদ্দিন মামুন ওরেফে ইন্দুর মামুন (৩০), সুজলপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিনের ছেলে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত