শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন-মঞ্জু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:৩৭ PM

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশে আজ সবাই দোয়া করছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। দেশের মানুষ মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত  সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন। এসে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ২৬নং ওয়ার্ডের পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন মাদ্রাসায় বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান। দোয়া শেষে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাদ আছর ২০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুফতী বারী হাবিবুল্লাহ বেলালী।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন,  এড. গোলাম মওলা,  ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল সহ প্রমুখ। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত