শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঈশ্বরদীতে দোয়া মাহফিল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:১৭ PM

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে বেগম জিয়ার আলোকিত রাজনৈতিক জীবন নিয়ে জ্ঞানগর্ব আলোচনা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা, অধ্যাপক হাসানুজ্জামান, খন্দকার মাহবুবুল হক দুদু, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, ঈশ্বরদী প্রেসক্লাবের অর্থকরী সম্পাদক মহিদুল ইসলাম, শহীদুল্লাহ খান, আতাউর রহমান বাবলু, জাহাঙ্গীর হোসেন, শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, খালেদ মাহমুদ সুজন, আশরাফুল ইসলাম সবুজ সহ বিএনপির বিভিন্ন ইউনিটের সদস্যরা।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত