অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।বার্তায় বলা হয়, মদনপুর এলাকায় পরিচালিত অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এখানে ৩/৪ ইঞ্চি মাপের ৮০ ফুট এমএস পাইপ এবং ৩/৪ ইঞ্চি মাপের ১০০ ফুট হোস পাইপসহ মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
বিচ্ছিন্নকৃত স্থাপনার মধ্যে ছিল ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার, যার মোট সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। অবৈধ সংযোগের জন্য মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।দ্বিতীয় অভিযানে ১/২ ইঞ্চি মাপের ৮০ ফুট হোস পাইপ অপসারণ করা হয় এবং বাণিজ্যিক শ্রেণিতে ৫টি স্টার বার্নার পাওয়া যায়। একই অভিযানে, নবাবী স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারের স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।