রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার
ইয়াবা-ফেন্সিডিল জব্দ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ PM (Visit: 258)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী একাধিক অভিযানে ৬৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ও বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নাওড়া ও চনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে শাহীন, রাশেদুল, নাসিমা বেগম ও খাইরুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময় ওসি সবজেল হোসেন বলেন, “রূপগঞ্জ থানা পুলিশের টহল ও বিশেষ টিম মাদক কারবারিসহ অপরাধে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।”







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy