গণভোটে ‘না’ প্রচারণা চালানোয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের রংপুরে আগমন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন।
এ সময় আগামীকাল রংপুর টাউন হলে আয়োজিত জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অংশ নেবেন বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, গণভোটে ‘না’ এর পক্ষ নিয়ে জুলাই আন্দোলনের বিপক্ষে গেছে জাতীয় পার্টি। ফ্যাসিবাদ কায়েমে সর্বাত্মক সহযোগিতাকারী জাতীয় পার্টির চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।