চট্টগ্রামে আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে আনোয়ারা কর্ণফুলীতে ব্যাপক প্রস্তুতি চলছে।
বুধবার বিকেলে আনোয়ারা ও কর্ণফুলীতে পৃথকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভার সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। পৃথক সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা কর্ণফুলী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। মান-অভিমান ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয় করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি আরো বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। বিশাল গোডাউনের মাধ্যমে জনসভায় যোগদানের করতে হবে।
আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ও আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী মুন্সী জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম নগর এর পলোগ্রাউন্ড মাঠে আগমনে আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সর্বস্তরে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত।
জনসভায় আনোয়ারা কর্ণফুলী থেকে বড় ধরনের জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।