কর্ণফুলীতে তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
কর্ণফুলীতে তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ PM (Visit: 240)

চট্টগ্রামে আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে আনোয়ারা কর্ণফুলীতে ব্যাপক প্রস্তুতি  চলছে। 

বুধবার বিকেলে আনোয়ারা ও কর্ণফুলীতে পৃথকভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভার সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। পৃথক সভায়  বিএনপি ও  অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা কর্ণফুলী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। মান-অভিমান ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয় করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে। 

তিনি আরো বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। বিশাল গোডাউনের মাধ্যমে জনসভায় যোগদানের করতে হবে।

আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ও আনোয়ারা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী মুন্সী জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম নগর এর পলোগ্রাউন্ড মাঠে আগমনে আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক  উৎসাহ উদ্দীপনা  সৃষ্টি হয়েছে। সর্বস্তরে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। 

জনসভায়  আনোয়ারা কর্ণফুলী থেকে বড় ধরনের জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। 







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy