সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:০০ PM (Visit: 206)

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ধাওয়া–পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে উভয় পক্ষ একই এলাকায় প্রচার চালাচ্ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় জামায়াত সমর্থকদের একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy